Welcome to Nadia District Sahaj Tathyamitra Kendra Union Blog ( All Bengal Village Level Entrepreneurs' Welfare Organization )
West Bengal State Committee Website :- wbvle.blogspot.com

নিয়মাবলি

১। অযথা জেলাকমিটি অথবা রাজ্যকমিটির সভাপতি মন্ডলীদের আপনার সমস্যা জানাবেন না বা ফোন করবেন না । প্রথমে নিজের ব্লক মেম্বারকে লিখিত জানান । যারা ইউনিয়ানের সদস্য তারা তাদের সমস্যা গুলি লিখিত ভাবে নিজের ব্লক মেমবারকে জানাবেন ও প্রমান রাখতে দরখাস্তটির রিসিভ কপিতে ব্লকমেম্বারকে দিয়ে সইকরিয়ে নেবেন এবং রিসিভ কপি গুলি যত্নসহকারে তুলে রাখবেন ।( জানিয়ে রাখতে লিখিত দরখাস্তটির ১ কপি জেলাসম্পাদককে এবং ১ কপি রাজ্যসম্পাদককে দিতেপারেন।)কারন : মিটিং এ অথবা পরবর্তি সময়ে যাতে তার বিরুদ্ধে রাজ্যকমিটি ব্যবস্থা নিতে পারেন ।
২। ইউনিয়ান আপনার থেকে আপনার মূল্যবান বক্তব্য আশাকরে । যারা ইউনিয়ানের সদস্য, আপনারা যে কোন বিষয়ে, আপনার মতামত আপনি জানাতে পারেন । কিন্তু নিয়ম মেনে । আপনি আপনার মতামত ব্লক মেম্বারের সঙ্গে আলচনা করতে পারেন, এবং তার মাধ্যমে আপনি আপনার মূল্যবান বক্তব্য জেলা ও রাজ্য কমিটির কাছে জানাতে পারেন লিখিত ভাবে ।
৩। যারা ব্লক মেম্বারকে বাদদিয়ে জেলা বা রাজ্য কমিটির কাছে নিজের সমস্যা যানাবেন তাদের সমস্যা ইউনিয়ান গুরুত্ব দেবেনা । মূল কথাটি হল, আপনাকে জেলাকমিটির কাছে আসতে হলে আপনার ব্লক মেমবারের মাধ্যমেই আসতে হবে এবং রাজ্য কমিটির কাছে আসতে হলে আগে ব্লক মেমবার তারপর জেলাকমিটির মাধ্যমে আসতে হবে ।
৪। পশ্চিমবঙ্গের তথ্যমিএ কেন্দ্র ইউনিয়ানের সবথেকে গুরুত্ব পূর্ন পদ ব্লক মেম্বার বা ব্লক সম্পাদক ।