Welcome to Nadia District Sahaj Tathyamitra Kendra Union Blog ( All Bengal Village Level Entrepreneurs' Welfare Organization )
West Bengal State Committee Website :- wbvle.blogspot.com

সোমবার, ৬ ডিসেম্বর, ২০১০

বিশেষ ঘোসনা

প্রীয় ভি, এল, ই,
                    আপনাদের  সকলকে  নদীয়াজেলা  ভি, এল, ই, ইউনিয়ানের  পক্ষথেকে জানানো হচ্ছে যে, আপনারা নতুন করে আর শ্রেয়ী সহজের কোনো প্রকার প্রলভোন এবং কথার চাতূর্যে অথবা মানবীগতার খাতিরে কোন কিছু করবেন না ।
১।  সি, এস, সি, এর ফটো তুলতে চাইলে, ফটো তুলতে দেবেন না ।( কারন : Ne-GP প্রকল্পটা ভারত সরকারের । শ্রেয়ী সহজ এই প্রকল্প রুপায়নের (পরিকাঠামো তৈরী )দায়ীত্ব প্রাপ্ত সংস্থা ।এর কাজ পরিকাঠামো তৈরী করে দেওয়া । যেহেতু, আগামী
( সহজ প্রোটলের নিচে লেখা আছে ‌ Copyright © 2007-2011 SREI SAHAJ E-Village Ltd, All Rights Reserved. ) ৯ ই এপ্রিল শ্রেয়ী সহজের শেষ দিন তাই শ্রেয়ী সহজ চাইছে  যে, ভারত সরকারকে বোকা বানিয়ে ৯ ই এপ্রিলের মধ্যে নিজেদের পাওনা বুঝে নিতে । আর এইকারনে  শ্রেয়ী সহজ  সি, এস, সি, গুলির  ফটো তুলে  ভারত সরকারের কাছে প্রমান করতে চাইছে যে, তারা চুক্তি মতো ৪বছরে  প্রকল্প টি বাস্তবে রুপায়ীত করেছে ।  আর এটা করতে পারলেই কেল্লফতে । বাকি টাকা গুলি সরকারের কাছ থেকে বুঝো নিয়েই চম্পট দেবে শ্রেয়ী সহজ । 

২। শ্রেয়ী সহজ কয়েক দিন ধরে সবাইকে ফোন করে বলছে যে, আপনার কি কি যন্ত্রাংশ গুলি খারাপ আছে বলুন, যন্ত্রাংশ গুলি তারাতারি সারিয়ে দেওয়া হবে । এর  কারন একটাই : আমারা নদীয়ার ১০০ ভি, এল, ই, শ্রেয়ীর বিরুদ্ধে  কনজিউমার কোর্টে কেস করবো শুনে বাবুরা ২-৩ বছর পর এখন নরে চরে বসেছেন কেস হারার ভয়ে । 

    প্রীয়  বন্ধুরা , আপনারা শ্রেয়ীর বিরুদ্ধে প্রমান সংগ্রহ করুন  এবং ভাবনা চিন্তা করে পা ফেলুন আমরাই জীৎব ।
ইতি
                                                                                                                নদীয়া জেলা কমিটি
 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন