আপনাদের সকলকে নদীয়াজেলা ভি, এল, ই, ইউনিয়ানের পক্ষথেকে জানানো হচ্ছে যে, আপনারা নতুন করে আর শ্রেয়ী সহজের কোনো প্রকার প্রলভোন এবং কথার চাতূর্যে অথবা মানবীগতার খাতিরে কোন কিছু করবেন না ।
১। সি, এস, সি, এর ফটো তুলতে চাইলে, ফটো তুলতে দেবেন না ।( কারন : Ne-GP প্রকল্পটা ভারত সরকারের । শ্রেয়ী সহজ এই প্রকল্প রুপায়নের (পরিকাঠামো তৈরী )দায়ীত্ব প্রাপ্ত সংস্থা ।এর কাজ পরিকাঠামো তৈরী করে দেওয়া । যেহেতু, আগামী
( সহজ প্রোটলের নিচে লেখা আছে Copyright © 2007-2011 SREI SAHAJ E-Village Ltd, All Rights Reserved. ) ৯ ই এপ্রিল শ্রেয়ী সহজের শেষ দিন তাই শ্রেয়ী সহজ চাইছে যে, ভারত সরকারকে বোকা বানিয়ে ৯ ই এপ্রিলের মধ্যে নিজেদের পাওনা বুঝে নিতে । আর এইকারনে শ্রেয়ী সহজ সি, এস, সি, গুলির ফটো তুলে ভারত সরকারের কাছে প্রমান করতে চাইছে যে, তারা চুক্তি মতো ৪বছরে প্রকল্প টি বাস্তবে রুপায়ীত করেছে । আর এটা করতে পারলেই কেল্লফতে । বাকি টাকা গুলি সরকারের কাছ থেকে বুঝো নিয়েই চম্পট দেবে শ্রেয়ী সহজ ।
২। শ্রেয়ী সহজ কয়েক দিন ধরে সবাইকে ফোন করে বলছে যে, আপনার কি কি যন্ত্রাংশ গুলি খারাপ আছে বলুন, যন্ত্রাংশ গুলি তারাতারি সারিয়ে দেওয়া হবে । এর কারন একটাই : আমারা নদীয়ার ১০০ ভি, এল, ই, শ্রেয়ীর বিরুদ্ধে কনজিউমার কোর্টে কেস করবো শুনে বাবুরা ২-৩ বছর পর এখন নরে চরে বসেছেন কেস হারার ভয়ে ।
প্রীয় বন্ধুরা , আপনারা শ্রেয়ীর বিরুদ্ধে প্রমান সংগ্রহ করুন এবং ভাবনা চিন্তা করে পা ফেলুন আমরাই জীৎব ।
ইতি
নদীয়া জেলা কমিটি
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন