Welcome to Nadia District Sahaj Tathyamitra Kendra Union Blog ( All Bengal Village Level Entrepreneurs' Welfare Organization )
West Bengal State Committee Website :- wbvle.blogspot.com

বুধবার, ১০ নভেম্বর, ২০১০

V.L.E. Union Memberes

প্রীয় ভি, এল, ই, 

             আনন্দের সহিত জানাই যে, গত 11 November 2010 তারিখ তথ্য প্রযুক্তি দপ্তর ( Information Technology Department ) এর সঙ্গে আমাদের রাজ্যকমিটির আলচনা হয় । ওনারা জানিয়েছে যে, আমরা পশ্চিমবঙ্গে একমাএ ই-ডিস্ট্রিক্ট এর দাইত্ব পেয়েছি । আগামী জানুয়ারী মাসে নদীয়াজেলা সহ অন্যান্য বাকি জেলাগুলিতেও   ই-ডিস্ট্রিক্ট চালু হবে । ই-ডিস্ট্রিক্ট নিয়ে শ্রেয়ী সহজের দূর্নিতির কথা জানাতে ওনারা বলেছেন যে, যারা কাজকরতে চায়  আপনারা ইউনিয়ান  থেকে তাদের একটি  লিস্ট করে আমাদের দিন । তাই যারা ই-ডিস্ট্রিক্টে কাজ করতে চান, তারা ২৬।১১।২০১০তারিখের মদ্ধ্যে ৯৯৩৩১৪১৫১৭ নাম্বারে কথা বলে নাম লেখান ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন