Welcome to Nadia District Sahaj Tathyamitra Kendra Union Blog ( All Bengal Village Level Entrepreneurs' Welfare Organization )
West Bengal State Committee Website :- wbvle.blogspot.com

Revenue Shortfall support

প্রীয় ভি. এল. ই. বন্ধুরা,

প্রথমেই আমার আন্তরিক ভালবাসা ও প্রনাম নেবেন । পশ্চিমবঙ্গে C. S. C. তৈরির জন্য, শ্রেয়ী সহজ ই‌-ভিলেজ লিমিটেড সর্বচ্চ ১,৬০,০০০ টাকার স্কীম বেরকরে । ভারতসরকারের জাতীয় ই-গভর্ন্যান্স প্রকল্পের নাম করে এবং বিভিন্য সরকারি পরিসেবা দেবার নাম করে , মাসে ২৫,০০০ থেকে ৩০,০০০ টাকা আয়ের গল্পশুনিয়ে ও ভি. এল. ই. বন্ধুদের নানারঙ্গের - রঙ্গিন স্বপ্নদেখিয়ে, ৪০,০০০ টাকা ক্যাস (ডি. ডি.) হাতিয়ে নেয়। বাকি ১,২০,০০০ টাকা শোধদিতে হবেনা কারন, এটা সরকারি প্রোজেক্ট, ভারত সরকার জন সাধারনের মৌলিক চাহিদা মেটানোর উদ্দেশ্যে এই প্রকল্প করেছেন, এই বলে বিভিন্য ব্যাংক থেকে, ভি. এল. ই. বন্ধুদের নামে লোন করিয়ে আবার ১,২০,০০০ টাকা হাতিয়ে নেয় । বহুকষ্টকরে ভি. এল. ই. বন্ধুরা এই ৪০,০০০ টাকা জোগার কোরেছেন । কেও লোকের থেকে চরা সুদে টাকা এনেছেন , কেওবা নিজের প্রয়োযনিও জিনিস অথবা জমি বন্ধক রেখে এই টাকা দিয়েছেন, অনেকে জমি বেঁচে টাকা দিয়েছেন, আবার অনেক বেকার বন্ধুরা বাবা /মায়ের বকা খেয়েও বাবা / মায়ের কাছ থেকে টাকা এনে দিয়েছে, অনেকে তাদের ব্যাবসা বন্ধ করে এই টাকা দিয়েছে, বা লোকের কাছ থেকে ধার করে এনে এই ৪০,০০০ টাকা শ্রেয়ী সহজ কে দিয়েছেন । ১,৬০,০০০ টাকার বিনিময়ে শ্রেয়ী সহজের দেবার কথা (০১) ২ টি ল্যাপটপ কম্পিউটার,২ টি মউস ও ২ টি কি বোর্ড, (০২) ৪ টি টেবিল, (০৩ ) ৪ টি চেয়ার, (০৪) ১টি বসবার জন্য বেন্স, (০৫) ১ টি মাল পত্ররাখা ছোটো ইস্টোর বক্স, (০৬) ১ টি ডিজিটাল ভিডিও ক্যমেরা, (০৭) ১ টি লেজার প্রিন্টার, (০৮) ১ টি মাল্টি ফাংশনাল ডিভাইস (স্ক্যানার + কালার প্রিন্টার), (০৯) ১ টি জেনারেটর, (১০) ১ টি ইনভার্টার সেট (১ টি ইস্টেবিলাইজার + ১ টি ইনভার্টার মেসিন + ১ টি ব্যাটারি + সঙ্গে যা প্রয়োযন ), (১১) ১ টি সোলার, (১২) সুইচ বোর্ড এবং ইলেকট্রিক্যালস মালপএ, (১৩) ভিসেট এবং তার সঙ্গে যা প্রয়োযন (১৪) ১ টি ওয়েবকাম ক্যামেরা, (১৫) ২ সেট স্পীকার বক্স, (১৬) ২ টি হেডফোন স্পীকার, (১৭) ১ টা ১২/১৫ ম্যাট, (১৮) C.S.C. সেন্টারের জন্য রং, (১৯) ১ টি লাইট বোর্ড, এই মালপএ গুলি বাজারে বিক্রত সবথেকে নিন্মমানের মালপত্রের থেকেও নিন্মমানে কারন এই মালপএ গুলি উক্ত কোম্পানিগুলির গোডাউন পঁচা মাল যা বাজারে বিক্রহয়না। শ্রেয়ী সহজ পঁচা বস্তার দরে এই মলপএগুলি কিনে ভি. এল. ই. দের কাছে চরা দামে বিক্রকরে মোটা টাকা কামিয়েছে । কিন্তু ২-৩ বছরেও অনেক ভি. এল. ই. বন্ধুরা সব মাল পএগুলি এখনো পাননি, যানি না কবে পাবেন । তার পর শ্রেয়ী সহজ যে মালপএ গুলি দিয়েছেন, সেই মালপএ গুলি, তাদের রিপেয়ার করে দেবার কথাছিল । মালপএগুলি দেবার ৬ মাস পর থেকেই এখন আর কোনো মালপএ রিপেয়ার ( সারাই ) করে দেওয়া হচ্ছেনা । এই পরিস্থিতিতে (১) ব্যাংকের ১,২০,০০০ টাকার সুদ + আসল( ৩,৫০০+টাকা ), (২) ঘরভাড়া (৫০০ থেকে ১০০০+টাকা ) , (৩) লাইসেন্স ফ্রী (৫০০ টাকা ), (৪) ইন্টারনেট (৭০০ টাকা ) এবং আরোঅনেক টাকা লচ করছেন সকল ভি. এল. ই. বন্ধুরা । এই ভাবে ভি. এল. ই. বন্ধুরা, তাদের "সহজ তথ্যমিত্র কেন্দ্র" ( C. S. C. ) কত দিন চালাতে পারবেন এটাই প্রশ্ন ।

তাই শ্রেয়ী সহজ, পশ্চিমবঙ্গ সরকার এবং ভারত সরকারের কাছে আমাদের বিশেষ আবেদন । এই যে, সরকারি আইন অনুসারে ভি. এল. ই. বন্ধুদের Revenue Shortfall support – দেওয়া হোক ( প্রতিমাসে ৩৩০৪ টাকা )।

Revenue Shortfall support ( প্রতিমাসে ৩৩০৪ টাকা ) পাওয়ার জন্য,
(১) প্রতিটি জেলা R.C.C. অফিসে ( শ্রেয়ী সহজ ই‌- - ভিলেজ লিমিটেডের জেলা অফিসে ),
(২) C. E. O. ( শ্রেয়ী সহজ ই‌- - ভিলেজ লিমিটেডের কোলকাতা হেডঅফিসে ),
(৩) পশ্চিমবঙ্গ সরকারের P & R. D অফিসের Principal Secretary এবং
(৪) ভারত সরকারের Information Technology অফিসে ( Delhi ),
এই ৪ টি অফিসে চিঠি পাটাতে সকল ভি. এল. ই. বন্ধুদেরকে বিশেষ অনুরোধ করছি ।

বিঃ দ্রঃ :- বোঝার জন্য, Revenue Shortfall support এর ১ টি চিঠি নিচে দেওয়া হল ।

ইতি
নীহার রঞ্জন রায়
President
All Bengal Village Level Entrepreneur's Welfare Organization