To The,
Jayanta Kumar Lahiri (Advocate)
Calcutta High Court & Nadia District Court
A-8/85, Kalyani, P.O & P.S :- Kalyani , Nadia. Pin :- 741235.
মহাশয়,
প্রথমেই আমার ভালবাসা এবং প্রনাম নেবেন । আমি শ্রী নীহার রঞ্জন রায়, পিতা শ্রী নির্মল কুমার রায় । গ্রাম: বগুলা, পো: বগুলা, থানা: হাঁসখালি, জেলা ৳ নদীয়া এর স্থায়ী বাসিন্দা হইতেছি । আপনার দেওয়া ০২ । ১১ । ২০১০ তারিখের একটি লোন পরিশোধের পত্র আমি ০৬ । ১১ । ২০১০ তারিখ পেয়েছি । আপনার অবগতির জন্য জানাই যে , আমি ভারত সরকারের জাতীয় ই-গভর্ন্যান্স প্রকল্পের ( সহজ তথ্যমিএ কেন্দ্র প্রকল্প ) অধিনে, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা পরিচালিত শ্রেযী সহজ ই-ভিলেজ লিমিটেডের মাধ্যমে নির্বাচিত নদীয়া জেলার বগুলা ২ নং গ্রাম পঞ্চায়েতের বগুলা বাজারে অবস্থিত সহজ তথ্যমিএ কেন্দ্রের ভি, এল, ই, । ভারত সরকারের জাতীয় ই-গভর্ন্যান্স প্রকল্পের রুপায়নের উদ্দেস্যে বিভিন্ন প্রকার সরমজাম ( ল্যাপটপ, প্রিন্টার, ডিজিটাল ক্যামেরা,জেনারেটর ইত্যাদি ) সরবরাহ করবে বলে, আপনার মক্কেল এস. বি. আই.(রানাঘাট ব্রান্স ) শ্রেযী সহজ ই-ভিলেজ লিমিটেডের মাধ্যমে আমাকে ১,২০,০০০টাকা কৃষি লোন দেয় । লোনটি দেওয়া হয় ২৯ । ১২ । ২০০৮ তারিখে কিন্তু ঐ তারিখে আমি একটি ল্যাপটপ ছারা আর কিছুই পাইনি , আমি একটি ল্যাপটপ ছারা আর কিছুই পাইনি এই কথাটি আপনার মক্কেলকে ( তপন রায় মহাশয় কে )আমি জানিয়ে ছিলাম। এব্যপারে আপনার মক্কেল নিশ্চই অবগত আছেন । এযাবৎ শ্রেয়ী সহজ ই৳ভিলেজ লি: সমূহ সরঞ্জাম সরবরাহ করেন নি । আপনার মক্কেলকে বারংবার জানানো সত্বেও এব্যাপারে কোন রুপ ব্যবস্থা নেন নি । উল্লেখ থাকে যে, ঐ সরঞ্জামগুলির জন্য যে দাম নেওয়া হয়েছে তার বাজার মূল্য অনেক কম , জানিনা কোন আইনে আপনার মক্কেল কোন রকম টেন্ডার বীড না করে এবং সরঞ্জাম গুলি নাপাওয়ার পরেও সরঞ্জাম গুলি সরবরাহের জন্য শ্রেয়ী সহজ ই৳ভিলেজ লি:কে টাকা প্রদান করেছেন । কিন্তু এস. বি. আই.(রানাঘাট ব্রান্স ) এর তরফ থেকে আজও আমাকে জানানো প্রয়োজন মনে করেনি যে, কবে, কোথায়, কিভাবে, চেকের মাধ্যমে, ক্যশ, আথবা ডি,ডি, র মাধ্যমে শ্রেযী সহজ কে টাকা দিয়েছে । যার কোন রসিদ আথবা ডকুমেন্ট আমাকে দেয়নি । কিন্তু ১০ । ০১ । ২০০৯ তারিখে আপনার মক্কেলকে জানিয়ে ছিলাম যে, আমাকে সমস্ত সরঞ্জাম দেওয়া হয়নি । তাহা স্বত্বেও আপনার মক্কেল সমস্ত সরঞ্জাম পেয়ে গেছি বলে, আমাকে সই করিয়ে নেয় । এবং বলে মলপএ গুলি তারাতারি দিয়ে দেওয়া হবে । কিন্তু আমার কাছে প্রমান আছে যে, আমি তখনও সমস্ত সরঞ্জাম পাইনি । কারন ১৮ । ০৪ । ২০০৯ এ আমাকে জেনারেটার দেওয়া হয়েছে, ইহার প্রমান শ্রেযী সহজের মালপএ গুলি দেওয়ার রসিদ ।পরবর্তী দিনে আপনার মক্কেল মহোদয়কে যে সমস্ত চিঠি করেছি তাহা সংগে দিলাম ।
দ্বিতীয়ত,যারা টাকা নিয়ে সরঞ্জাম সরবরাহ করেছেন তারা আমার আয়ের একটি হিসাব আপনার মক্কেলকে দিযেছিলেন , এবং আমার আয় বৃদ্ধিপাবে বলে একটি হিসাব ব্যাংকে দিয়েছিলেন সেই অনুলিপি মক্কেলের কাছে আছে ।
তৃতীয়ত,আপনার মক্কেলকে বারংবার জানানো হয়েছিল প্রকল্পের সমূহ সরঞ্জাম সরবরাহ না হলে প্রকল্পের সঠিক রূপায়ন হয় না ,এক্ষেত্রে তাই হয়েছে ।
চতুর্থত,আমাকে মাসে ২৫০০০.০০ (পঁচিশ হাজার ) টাকা আয় হবে বলা হয়েছিল কিন্তু এযাবৎ আমার আয় হয়েছে ৩২৫০.৭৯ ( তিন হাজার দুইশত পঁঞ্চাশ টাকা উনআশি পয়সা)। সেই সংগে ওদের পোর্টাল, ইন্টারনেট, এবং প্রকল্পের সমূহ সরঞ্জাম গুলিনিয়ে নানা সমস্য নিয়মিত আপনার মক্কেলকে জানানো হয়েছে, এব্যপারে আপনার মক্কেল নিশ্চই অবগত আছেন ।
পঞ্চমত,আমার আয় না হলে লোনের টাকা শোধ শ্রেয়ী সহজ ই৳ভিলেজ লি: করবে বলে বলা হয়েছিল আমিও বিশ্বাস করেছিলাম, কারন আমরা সাধারনত জানি যে কোন ব্যাংকে লোন নিতে গেলে গ্যারেন্টার লাগে,তবেই ব্যাংক লোন প্রদান করেন এক্ষেত্রে আমাদের গ্যারেন্টার শ্রেয়ী সহজ ই৳ভিলেজ লি: উনারা আয়ের গ্যারেন্টী দিয়ে ছিল ,আয় হয় নি অতএব গ্যারেন্টার এর কাছ হতে টাকা শোধের ব্যাবস্থা নিতে এর আগে আপনার মক্কেলকে জানিয়েছি ।
ষষ্ঠত, একই প্রকল্প হওয়া সত্বেও একজন যা যা সরঞ্জাম পেয়েছে অন্য জন তার চেয়ে কম সরঞ্জাম পেয়েছে এগুলি আপনার মক্কেলের উপর বর্তায় কারন টাকার বিনিময়ে সরঞ্জাম দেওয়া হয়েছে ।
পেজ-১
সপ্তমত,আমার সদস্যের টাকা অন লাইনে সরঞ্জাম(শ্রেয়ী সহজ ই৳ভিলেজ লি:)প্রদানকারীকে পাঠানোর প্রায় এক মাস পরে সরঞ্জাম সরবরাহ করেছে তার প্রমান আছে । অথচ লোন প্রদানের সময় সমস্ত সরঞ্জাম পেয়ে গেছি বলে সই করানো হয়েছে । আজও বহু সরঞ্জাম আমি পাই নি।
অষ্টমত,পাঁচ বৎসরের ওয়ারেন্টির টাকা নেওয়া সত্বেও সরঞ্জাম সারাতে দেওয়া হয়েছে তাহা আজও সারিয়ে দেওয়া হয় নি । তাহা হলে কেন শ্রেয়ী সহজ ই৳ভিলেজ লি: ওয়ারেন্টির জন্য টাকা নিয়েছেন ?
নবমমত,আমার সদস্যদের আপনার মক্কেল এগ্রিকালচার লোন ফরমে সই করিয়ে টাকা পাঠিয়েছেন ।
আমার আবেদন উপরিলিখিত অসুবিধাগুলির জন্য আমি টাকা পরিশোধ করতে পারছি না, প্রয়োজনে আমার সমস্ত বক্তব্য আমার সেন্টারে গিয়ে তদন্তপূর্বক বিচার করা হোক ।
আমি গত ০৮ । ০৬ । ২০১০ তারিখে আপনার মক্কেলের দেওয়া একটি চিঠি ১৭ । ০৬ । ২০১০ তারিখে পাই । যাতে আমাকে জানানো হয় যে, ২৩ । ০৬ । ২০১০ তারিখে কৃষ্ণনগর এস. বি. আই. আর. বি. ও. কনফারেন্স হলে রিকোভারি ক্যম্প করা হয়েছে । ও লোনের টাকা পরিশোধ করার জন্য বলা হয় । এবং আরো বলা হয় যে, উক্ত মিটিং-এ লোনটির গ্যারান্টার শ্রেযী সহজ ই-ভিলেজ লিমিটেডের অধিকারীকেরা উপস্থিত থাকবেন । কিন্তু ২৩ । ০৬ । ২০১০ তারিখের মিটিং-এ শ্রেযী সহজ ই-ভিলেজ লিমিটেডের অধিকারীকেরা কেও উপস্থিত ছিলেন না । শ্রেযী সহজ এর অধিকারীক দের জন্য তিন ঘন্টা অপেক্ষার পর, এস. বি. আই. এর অধিকারীক দের সঙ্গে আমাদের বিভিন্ন প্রকার আলচনা চলে । আলচনায় উভয় পক্ষের তরফ থেকে সিদ্ধান্থ নেওয়া হয়, আপনার মক্কেল (এস. বি. আই. ) শ্রেযী সহজ ই-ভিলেজ লিমিটেডের কাছথেকে লোনের টাকা আদায় করবে । কারন শ্রেযী সহজ ই-ভিলেজ লিমিটেড গ্যরান্টার । কারন আইন অনুসারে লোন গ্রাহক টাকা পরিষোধ না করিতে পারলে গ্যারান্টারের কাছথেকে টাকা আদায় করা হয় । আপনার অবগতির জন্য আরো জানাই যে, আমরা উক্ত মিটিং-এ আপনার মক্কেলকে পারপরিস্কার ভাবে জানিয়ে ছিলাম যে, আপনারা সরজমিন তদন্ত করে দেখুন আমরা মাসে সহজ তথ্যমিএ কেনদ্র থেকে কত টাকা ইনকাম করছি । আরো জানিয়ে ছিলাম যে, আপনারা আমার সমস্ত সরঞ্জাম গুলি নিয়ে নিন এবং আমাকে এই ব্যাপারে মুক্তি দিন । আপনার এবং আপনার মক্কেলের জন্য যদি আমাকে আত্মহননের পথ অবলম্বন করতে হয় , তাহলে আপনারা উভয়ে এই ব্যপারে দায়ী হবেন । কারন আপনার মক্কেলকে পরিস্কার ভাবে জানানো হয়েছে, তার পরেও যদি আপনারা শ্রেযী সহজ ই-ভিলেজ লিমিটেড বিরুদ্ধে ইস্টেপ নানিয়ে আমাকে এভাবে টর্চার করতে থাকেন । তবে আমাকে আত্মহননের পথ অবলম্বন করতে হবে ।
অতএব মহাশয় আমার অনুরোধ সবকিছু বিচার করে আমাকে এই ব্যাপারে মুক্তি দিতে অনুরোধ জানাই ।
নমষ্কারান্তে
শ্রী নীহার রঞ্জন রায়
Enclo:-1. আয়ের প্রতিশ্রুতির অনুলিপি
2. ০৬।১১।১০ পর্যন্ত আয় ও পোর্টাল না থাকার স্ক্রীন শর্টের অনুলিপি
3.আমার ব্যাংকে দেওয়া চিঠিগুলির অনুলিপি
4.শ্রেয়ী সহজ ই৳ভিলেজ লি: এর রাজ্য আধিকারিকের দেওয়া আয়ের অনুলিপি ।
5.যে সমস্ত সরঞ্জাম পেয়েছি তার অনুলিপি