বুধবার, ১৫ ডিসেম্বর, ২০১০
সোমবার, ৬ ডিসেম্বর, ২০১০
বিশেষ ঘোসনা
প্রীয় ভি, এল, ই,
আপনাদের সকলকে নদীয়াজেলা ভি, এল, ই, ইউনিয়ানের পক্ষথেকে জানানো হচ্ছে যে, আপনারা নতুন করে আর শ্রেয়ী সহজের কোনো প্রকার প্রলভোন এবং কথার চাতূর্যে অথবা মানবীগতার খাতিরে কোন কিছু করবেন না ।
১। সি, এস, সি, এর ফটো তুলতে চাইলে, ফটো তুলতে দেবেন না ।( কারন : Ne-GP প্রকল্পটা ভারত সরকারের । শ্রেয়ী সহজ এই প্রকল্প রুপায়নের (পরিকাঠামো তৈরী )দায়ীত্ব প্রাপ্ত সংস্থা ।এর কাজ পরিকাঠামো তৈরী করে দেওয়া । যেহেতু, আগামী
( সহজ প্রোটলের নিচে লেখা আছে Copyright © 2007-2011 SREI SAHAJ E-Village Ltd, All Rights Reserved. ) ৯ ই এপ্রিল শ্রেয়ী সহজের শেষ দিন তাই শ্রেয়ী সহজ চাইছে যে, ভারত সরকারকে বোকা বানিয়ে ৯ ই এপ্রিলের মধ্যে নিজেদের পাওনা বুঝে নিতে । আর এইকারনে শ্রেয়ী সহজ সি, এস, সি, গুলির ফটো তুলে ভারত সরকারের কাছে প্রমান করতে চাইছে যে, তারা চুক্তি মতো ৪বছরে প্রকল্প টি বাস্তবে রুপায়ীত করেছে । আর এটা করতে পারলেই কেল্লফতে । বাকি টাকা গুলি সরকারের কাছ থেকে বুঝো নিয়েই চম্পট দেবে শ্রেয়ী সহজ ।
২। শ্রেয়ী সহজ কয়েক দিন ধরে সবাইকে ফোন করে বলছে যে, আপনার কি কি যন্ত্রাংশ গুলি খারাপ আছে বলুন, যন্ত্রাংশ গুলি তারাতারি সারিয়ে দেওয়া হবে । এর কারন একটাই : আমারা নদীয়ার ১০০ ভি, এল, ই, শ্রেয়ীর বিরুদ্ধে কনজিউমার কোর্টে কেস করবো শুনে বাবুরা ২-৩ বছর পর এখন নরে চরে বসেছেন কেস হারার ভয়ে ।
আপনাদের সকলকে নদীয়াজেলা ভি, এল, ই, ইউনিয়ানের পক্ষথেকে জানানো হচ্ছে যে, আপনারা নতুন করে আর শ্রেয়ী সহজের কোনো প্রকার প্রলভোন এবং কথার চাতূর্যে অথবা মানবীগতার খাতিরে কোন কিছু করবেন না ।
১। সি, এস, সি, এর ফটো তুলতে চাইলে, ফটো তুলতে দেবেন না ।( কারন : Ne-GP প্রকল্পটা ভারত সরকারের । শ্রেয়ী সহজ এই প্রকল্প রুপায়নের (পরিকাঠামো তৈরী )দায়ীত্ব প্রাপ্ত সংস্থা ।এর কাজ পরিকাঠামো তৈরী করে দেওয়া । যেহেতু, আগামী
( সহজ প্রোটলের নিচে লেখা আছে Copyright © 2007-2011 SREI SAHAJ E-Village Ltd, All Rights Reserved. ) ৯ ই এপ্রিল শ্রেয়ী সহজের শেষ দিন তাই শ্রেয়ী সহজ চাইছে যে, ভারত সরকারকে বোকা বানিয়ে ৯ ই এপ্রিলের মধ্যে নিজেদের পাওনা বুঝে নিতে । আর এইকারনে শ্রেয়ী সহজ সি, এস, সি, গুলির ফটো তুলে ভারত সরকারের কাছে প্রমান করতে চাইছে যে, তারা চুক্তি মতো ৪বছরে প্রকল্প টি বাস্তবে রুপায়ীত করেছে । আর এটা করতে পারলেই কেল্লফতে । বাকি টাকা গুলি সরকারের কাছ থেকে বুঝো নিয়েই চম্পট দেবে শ্রেয়ী সহজ ।
২। শ্রেয়ী সহজ কয়েক দিন ধরে সবাইকে ফোন করে বলছে যে, আপনার কি কি যন্ত্রাংশ গুলি খারাপ আছে বলুন, যন্ত্রাংশ গুলি তারাতারি সারিয়ে দেওয়া হবে । এর কারন একটাই : আমারা নদীয়ার ১০০ ভি, এল, ই, শ্রেয়ীর বিরুদ্ধে কনজিউমার কোর্টে কেস করবো শুনে বাবুরা ২-৩ বছর পর এখন নরে চরে বসেছেন কেস হারার ভয়ে ।
প্রীয় বন্ধুরা , আপনারা শ্রেয়ীর বিরুদ্ধে প্রমান সংগ্রহ করুন এবং ভাবনা চিন্তা করে পা ফেলুন আমরাই জীৎব ।
ইতি
নদীয়া জেলা কমিটি
বুধবার, ১০ নভেম্বর, ২০১০
V.L.E. Union Memberes
প্রীয় ভি, এল, ই,
আনন্দের সহিত জানাই যে, গত 11 November 2010 তারিখ তথ্য প্রযুক্তি দপ্তর ( Information Technology Department ) এর সঙ্গে আমাদের রাজ্যকমিটির আলচনা হয় । ওনারা জানিয়েছে যে, আমরা পশ্চিমবঙ্গে একমাএ ই-ডিস্ট্রিক্ট এর দাইত্ব পেয়েছি । আগামী জানুয়ারী মাসে নদীয়াজেলা সহ অন্যান্য বাকি জেলাগুলিতেও ই-ডিস্ট্রিক্ট চালু হবে । ই-ডিস্ট্রিক্ট নিয়ে শ্রেয়ী সহজের দূর্নিতির কথা জানাতে ওনারা বলেছেন যে, যারা কাজকরতে চায় আপনারা ইউনিয়ান থেকে তাদের একটি লিস্ট করে আমাদের দিন । তাই যারা ই-ডিস্ট্রিক্টে কাজ করতে চান, তারা ২৬।১১।২০১০তারিখের মদ্ধ্যে ৯৯৩৩১৪১৫১৭ নাম্বারে কথা বলে নাম লেখান ।
সোমবার, ৮ নভেম্বর, ২০১০
Home Page
To
Mr Budhyadeb Bhattacharya
Chief Minister Of West Bengal
Writers Building
kolkata – 1
বিষয়ঃ৳ সহজ তথ্যমিত্র কেন্দ্রগুলির (C. S.C.) নিম্নোক্ত সমস্যাগুলি সমাধানের জন্য আপনার হস্তক্ষেপ প্রর্থনা করছি ।
মহাশয় ,
আমরা ভারত সরকারের জাতীয় ই- গভর্ন্যান্স প্রকল্পে, পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের দ্বারা পরিচালিত শ্রেয়ী সহজ ই৳ভিলেজ লিমিটেডের সঙ্গে চুক্তি বদ্ধ হয়ে বিভিন্ন পঞ্চায়েত ও বাজার সংলগ্ন এলাকায় সহজ তথ্যমিত্র কেন্দ্র ( C. S.C. ) স্থাপন করেছি ।
আমাদের যে সমস্ত অঙ্গীকার দিয়ে এই প্রকল্প স্থাপনে উদ্বুদ্ধ করা হয়েছিল তার কোন কিছুই আমরা পাচ্ছি না । বার বার পঞ্চায়েত ও রুরাল ডেভলাপমেন্ট দপ্তরের সংগে কথা বলে কোন আশার আলো পাই নি । আমরা গত ১১।১১।১০ ইনফরমেশান টেকনোলজি দপ্তরের মাননীয় মন্ত্রী ডঃ দেবেশ দাস মহাশয়ের সংগে আলোচনা করে যাহা বুঝলাম আমাদের কাজগুলি পেতে আপনার সহযোগিতা প্রয়োজন । এমতাবস্থায় এই প্রকল্পটিকে বাস্তবায়িত করার জন্য আপনার হস্তক্ষেপ প্রার্থনা করি ।
আমরা নিম্নোক্ত সমস্যা ও দাবীগুলি সহানুভূতির সংগে সমাধান ও কার্যকর করতে অনুরোধ জানাই।
০১। পাইলট প্রোজেক্ট হিসাবে যে দুটি জেলায় কাজ শুরু হয়েছে সেখানে পোর্টালে ক্লিক করলে ইনকাম , ডমিসিল , বন্ধুকের লাইসেন্স , ছাড়া অন্য কাজগুলি খুলছে না ,
০২। বাকুড়া জেলার ডি এম সাহেব ছাড়া অনান্য সকল আধিকারিক এই প্রকল্পের জন্য কোন সহযোগিতা করছেন না বরং তারা জনসাধারনকে অন লাইনে কাজ না করে হাতে হাতে কাজগুলি নিতে বলছেন এবং সেই ভাবে কাজগুলি করে ও দিচ্ছেন ।
০৩। দুটি জেলায় কাজের জন্য যাদের আই ডি ও পাশ ওর্য়াড দেওয়ার কথা তাদের অনেককে এখন ও পাশ ওর্য়াড দেওয়া হয় নি । এছাড়া আমার সংগঠনের অনেক সদস্য কাজ করতে চাইলে ও তাদের ট্রেনিং ও আই ডি পাশ ওয়ার্ড়দেওয়ার জন্য সহযোগিতা করা হচ্ছে না । আমি অনুরোধ করছি আমাদের সদস্যদের মধ্যে আমি বিভিন্ন জেলার এমন ২৫ জনকে দেব তাদের ট্রেনিং এর ব্যাবস্থা করা হোক তারা অন্যদের ট্রেনিং দিয়ে কাজে সহযোগিতা করবে । উল্লেখ থাকে যে আমার ট্রেনিং নেওয়া ভি এল ইরা প্রতি মহকুমা শহরে গিয়ে ট্রেনিং দিয়ে আসবে ।
০৪। সমস্ত জেলায় ই ৳ডিস্ট্রিক্টের কাজটি সত্বর চালু করতে হবে যদি আপনাদের কর্মী না থাকে সেক্ষেত্রে আমার সদস্যগন জেলা অফিসে গিয়ে কাজ করে দেবে দৈনিক মজুরি হিসাবে ( যাদের সংগঠন পরিচালনা করবে ) ।
০৫। যে সমস্ত ডাটা বিভিন্ন অফিসে এখন ও এন্ট্রি হয় নি সেগুলি আমার সদস্যদের ঘন্টা প্রতি দেওয়ার কথা থাকলে ও তাহা দেওয়া হচ্ছে না এই ব্যপারে আপনার সাহায্য প্রার্থনা করছি , যাতে আমার সদস্যদের কাজ গুলি দেওয়া হয় ।
০৬। বেশীরভাগ পঞ্চায়েত অফিস সি এস সি স্থাপনের জন্য ঘর দিতে অস্বীকার করছে এর জন্য সত্বর ব্যবস্থা নিতে অনুরোধ করছি ।
০৭। গ্রাম সংসদ এর মিটিং এ সি এস সি গুলি হতে কি কি পরিষেবা পাওয়া যাবে জনসাধারন কে জানানোর ব্যাবস্থা করা ( এক্ষেত্রে আমার সদস্যরা উপস্থিত থেকে উপস্থিত সদস্য ও সদস্যাদের সচেতন করবেন )
০৮। সরকারী ভাবে বিপিএল ভুক্ত জনগনের স্বাস্থ্য বীমার ছবি ও ভি ডি ও কনফারেন্সের দ্বারা বিভিন্ন আলোচনাগুলি করলে সময় ও অর্থ খরচ কমে যাবে তাহলে আমরা ও আয়ের মুখ দেখতে পারবো ।
০৯। ভোটার লিস্টের সমস্ত কাজগুলি আমাদের দিয়ে করার জন্য অনুরোধ করছি ।
১০। আমার সদস্যদের কেন্দ্রীয় সরকার যে রেভিনিউ দিচ্ছে তাহা দেওয়ার ব্যাবস্থা করতে হবে ।
স্টেট কমিউনিকেট এজেন্সি আমাদের কেন্দ্রিয় সরকারের যে গাইড লাইন দেওয়া আছে তাহা না মেনে উনাদের মত করে কাজ করছেন এর প্রতিকার চাই : ৳
১। আমরা বার বার জানিয়ে ও লাইসেন্স ফি তুলছে না অথচ আসাম হতে গত ২৬।২।১০ হতে লাইসেন্স ফি শ্রেয়ী তুলে নিয়েছে ।
২। রেভিনিউ শর্টফল কেন্দ্রিয় সরকার দিলেও আমাদের দেওয়া হচ্ছে না ।
৩। আমাদের মাসে ২৫০০০ টাকা আয়ের কথা বলে ব্যাংক হতে লোন করানো হয়েছে যাহা একেবারে শোধ দেওয়া সম্ভব হচ্ছে না কারন প্রতি মাসে ভি এল ই গন প্রায় নিজের মজুরি বাদে ৬০০০ থেকে সাত হাজার টাকা ক্ষতি করছে ।
৪। যে টুকু পরিষেবা দিচ্ছিল তার মধ্যে এল আই সি প্রিমিয়াম নেওয়া বন্ধ , ল্যান্ড লাইন টেলিফোন বিল কালেকশান বন্ধ , ট্রেনের টিকিট হয় না বললে চলে , তৎকাল পাওয়া যায় না যেগুলির জন্য মানুষ বেশী আমাদের কাছে আসে । আবার টিকিট বাতিল করলে টাকা পোর্টালে যোগ হতে চার থেকে আট মাস লাগে আবার কোন কোন টাকা যোগ হয় না ।
৫। যে পরিষেবা দিয়ে থাকি তার জন্য যে টাকা পোর্টালে যোগ হয় তার কোন হিসাব দেওয়া হয় না আমাদের প্রতিটি কাজের জন্য আলাদা কমিশান থাকে তাহা দেখানো হয় না মাঝে মাঝে আসে ইলেকট্রীক বিলের কমিশান পোর্টালে যোগ হয়েছে ব্যালেন্স দেখুন ।
৬। আমরা দীর্ঘদিন ধরে বলছে লাইসেন্স ফি ও কানেকটিভিটি চার্জতুলে নেওয়ার জন্য তাহা আসাম থেকে তুলে নিলেও আমাদের সদস্যদের থেকে তোলা হচ্ছে না , তাহা সত্বর তুলেনেওয়ার ব্যাবস্থা করতে হবে।
৭। আমাদের সমস্ত কাজের উপর কমিশান ৫০% কমিশান নেয় এটা ৮০ % ২০% করার ব্যবস্থা করা কারন আমাদের কাগজ কালি ও অনান্য খরচ বহন করতে হয় ।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)